রাজনীতি

দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল দ্বিতীয় দিনের মতো সোমবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।হরতালকে ঘিরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এ হরতাল আহবান করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।এদিকে শনিবার দুপুরে হরতাল কর্মসূচি ঘোষণার পর আরাফাত রহমান কোকাের মৃত্যু হয়। তারপরও কর্মসূচি থেকে সরে আসেনি ২০ দলীয় জোট।সকালে নয়াপল্টন এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ৪ জানুয়ারি পুলিশ অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।বিএ