চট্টগ্রামে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি তারেক হোছাইনকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের প্রচার সম্পাদক মো. গিয়াস আজাদ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক হোছাইনকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে আটকের পর নির্যাতন চালানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে তারেক হোছাইনসহ সকল নেতৃবৃন্দের মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছে ছাত্রশিবির। বিএ