দেশজুড়ে

ঝালকাঠিতে ইয়াবাসহ আটক ৭

ঝালকাঠিতে অভিযান চালিয়ে সদর উপজেলা ও রাজাপুর থেকে ১৪০ পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, জেলার রাজাপুর কলেজ মাঠে সন্দেহজনক ঘোরাফেরার সময় মাদক ব্যবসায়ী সুজনকে (৩০) আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  সদর উপজেলার বিনয়কাঠির সুগন্ধিয়া ব্রিজ এলাকা থেকে কামরুল বাসার মৃধা (৩৫) নামে এক যুবক ও তার সঙ্গে মোটরসাইকেল চালক হাসান তালুকদার আটক করা হয়। পরে কামরুল মৃধার শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই উদচড়া গ্রামের ওয়াহেদ মৃধা ও রামচন্দ্রপুর গ্রামের ইমরানকে আটক করা হয়।অন্যদিকে রাজাপুর বাইপাস মোড় এলাকার আনসার মীরের ছেলে খায়রুল মীর ও মোটরসাইকেল চালক রাজাপুরের তুলাতলা এলাকার আজিজ খলিফার ছেলে লিটন খলিফাকে সোমবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠি শহরের পেট্রল পাম্প মোড় এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।এ সময় তাদের দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ও বিক্রির ২৪ হাজার টাকাসহ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে বলে জানায় পুলিশ।  মো. আতিকুর রহমান/এএম/এবিএস