দেশজুড়ে

দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

এজেডএম রেজওয়ানুল হককে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা বিএনপির আহ্বা্য়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। সোমবার (২৯ আগস্ট) বিকেলে দলের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা যায়।বার্তায় বলা হয়,  এজেডএম রেজওয়ানুল হক-আহ্বায়ক, মো. লুৎফর রহমান মিন্টু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছাম্মদ রেজিনা ইসলাম, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মো. খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মো. হাসানুজ্জামান উজ্জল, অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী এবং মো. মোকারম হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে বিএনপি দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।জেলা বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান মিন্টু আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটির চিঠি নবগঠিত কমিটির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক হাতে পেয়েছেন।তবে কমিটির অন্যান্য সদস্য কারা কার তা তিনি বিস্তারিত জানাতে পারেননি।এমদাদুল হক মিলন/বিএ