শিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী প্রাণ আপ সুলতান উৎসব। বিকেলে মেলার উদ্বোধন করবেন সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ। সুলতান ফাউন্ডেশন, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এই উৎসবের সহায়তা দিচ্ছেন ভিশন ও প্রাণ-আরএফএল গ্রুপ।ইতোমধ্যে সুলতান উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা উপলক্ষে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে বসেছে মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের পসরা নিয়ে এসেছে শতাধিক স্টল। উৎসব উপলক্ষে সুলতান মঞ্চে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্টক্যাম্প, আলোচনা অনুষ্ঠান থাকছে।সুলতান উৎসবের প্রধান আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগিতা। আগামী ১ সেপ্টেম্বর প্রাণ আপ নৌকাবাইচ প্রতিযোগিতা। চিত্রা নদীর ফেরিঘাট থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত এই বাইচে নারী পুরুষের প্রায় ২৫টি নৌকা অংশগ্রহণ করবে। ইতোমধ্যে নৌকা বাইচ দেখতে নড়াইলে আসা শুরু করেছেন জেলার বাইরে থাকা নাগরিকেরা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নৌকাবাইচ উদ্ধোধন করবেন ক্রীড়ামন্ত্রী বীরেন সিকদার।এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ আবু হানিফ জানান, প্রতিবারই সুলতান উৎসবের ব্যাপ্তি বাড়ছে। আগামীতে জাতীয়ভাবে সুলতান উৎসব পালনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য, এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইলে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।হাফিজুল নিলু/এসএস/এমএস