বিনোদন

প্রকাশ হলো প্রবাসী কণ্ঠশিল্পী শবনম আবেদীর অ্যালবাম

সরগম-লেজার ভিশনের আয়োজনে প্রবাসী শিল্পী শবনম আবেদীর অডিও অ্যালবাম ‘টিল সেপ্টেম্বর-ইন্তেজার’ প্রকাশ পেয়েছে। গতকাল সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সেগুনবাগিচার আখতার ইমাম মিলনায়তনে এর মোড়ক উন্মোচন ও একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন কম্পট্রোলার ও অডিটর জেনারেল বাংলাদেশ (সিএজি) সুসাহিত্যিক এবং সংগীতানুরাগী মাসুদ আহমেদ, সংগীতজ্ঞ আজাদ রহমান, দেশের প্রবীণ সংগীতজ্ঞ অনুপ ভট্টাচার্য্য, সংগীতশিল্পী রফিকুল আলম ও সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন এবং লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সংগীতাঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী নিজ কণ্ঠে সংগীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন। প্রসঙ্গত, অ্যালবামটি কণ্ঠশিল্পী শবনম আবেদীর চতুর্থ একক অডিও অ্যালবাম। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন কলকাতার দূর্বাদল চট্টোপাধ্যায়। রাগভিত্তিক ও ক্ল্যাসিকাল ধাঁচের ৫টি গান রয়েছে এই অ্যালবামটিতে। যেসব শ্রোতা রাগভিত্তিক গান পছন্দ করেন এবং শবনম আবেদীর চমৎকার গায়কি শ্রোতাদের মুগ্ধ করবে বলে প্রযোজনা সংস্থা লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বিশ্বাস করেন।গানগুলো শুনতে ও দেখতে ভিজিট করুন এলএ/এবিএস