দেশজুড়ে

দিনাজপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে তালা

দিনাজপুরে জেলা বিএনপির গঠিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ শেষে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার বেলা দেড়টায় জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। বিক্ষোভে আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এছাড়া অবিলম্বে ত্যাগী দলের নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। বিক্ষোভে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ কচি বলেন, বিএনপির দুর্দিনে যারা সরকারের পেটুয়া বাহিনী পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন, বার বার জেল খেটেছেন তাদের কোনো স্থান দেওয়া হয়নি। আর যারা সরকারদলীয় নেতাদের সঙ্গে আঁতাত করে চলছে তাদের আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোকসেদুল ইসলাম টুটুল ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারসহ অন্যান্য নেতা ও পদবঞ্চিত নেতারা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এসময় ক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।উল্লেখ্য, ২৯ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এমদাদুল হক মিলন/এফএ/এবিএস