জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, যে কোনো মূল্যে জঙ্গিবাদ মোকাবেলা করা হবে। জঙ্গিদের মূল হোতারা মারা গেছে, বাকিরাও ছাড় পাবে না। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কোমরপুরে মঙ্গলবার দুপুরে তমিজ উদ্দীন শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী অটিজম স্কুল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন, পলাশবাড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম প্রমুখ। অমিত দাশ/এআরএ/আরআইপি