দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে তিন ছাত্রলীগ নেতার পদত্যাগপত্র প্রত্যাহার

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের তিন সহসভাপতি পদত্যাগের একদিন পর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি কোরবান আলী সরকার, মনিরুজ্জামান মানিক ও তুর্য সুমন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নিজেদের মাঝে কিছু ভুল বোঝাবুঝির জন্য এমন পরিস্থিতির তৈরি হয়েছে। সংগঠনের সার্বিক দিক বিবেচনা করে ও সহযোদ্ধাদের ভালবাসায় আমরা পদত্যাগপত্র প্রত্যাহার করেছি।ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক বলেন, নিজেদের মাঝে একটু সমস্যা হয়েছিল। এ কারণে এমনটা হয়েছে। পরে আলোচনার মাধ্যমে তা সমাধান করে নেয়া হয়েছে।ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি বলেন, জেলা কমিটির কোনো সদস্যের পদত্যাগপত্র জমা নেয়া বা কমিটি থেকে বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই। কারণ জেলা কমিটির অনুমোদন কেন্দ্রীয় কমিটি দিয়েছে। তাই পদত্যাগ বা বহিষ্কার করার ক্ষমতা জেলা কমিটির নেই।তিনি আরো বলেন, জেলা কমিটি যেসব কমিটির অনুমোদন দিয়েছে শুধু সেসব কমিটির পদত্যাগপত্র জমা ও বহিষ্কার করার ক্ষমতা রাখে।উল্লেখ্য, গত সোমবার ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের মূল্যায়ন না থাকার অভিযোগ এনে তিন সহ-সভাপতি পদত্যাগ করেন।রবিউল এহসান রিপন/এসএস/পিআর