দেশজুড়ে

সোনাইমুড়ীতে র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী গ্রামে অভিযান চালিয়ে দেশীয় একটি এলজি ও একটি ধারালো রামদা, পাঁচটি ধারালো তলোয়ার উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা। র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোম্পানি অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী জাকির বাহিনীর সদস্য শাহেদের গ্রামের বাড়ি সোনাইমুড়ীর আমিশাপাড়ায় অভিযান চালায় র‌্যাব। এ সময় শাহেদের ঘরের স্টিলের খাটের নিচ থেকে একটি দেশী এলজি, একটি স্টিলের ধারালো রামদা এবং পাঁচটি স্টিলের তৈরি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহেদ আগেই পালিয়ে যায়। তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।এ ব্যাপারে পলাতক শাহেদের বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা করা হয়েছে।মিজানুর রহমান/এএম/এবিএস