নীলফামারীর সৈয়দপুর সদরের পৌর মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত দেড় শতাধিক দোকান। মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ওয়াদুদ ঘটনা সত্যতা স্বীকার করেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।মো. ওয়াদুদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।বিএ