দেশজুড়ে

আমতলীকে জেলা করার দাবি

বরগুনার আমতলীকে জেলা করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আমতলী উপজেলাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী বাঁধঘাট চৌরাস্তা থেকে ঘটখালী এলাকা পর্যন্ত কুয়াকাটা-বরিশাল সড়কে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান একেএম নূরুল হক ও মো. শহিদুল ইসলাম প্রমুখ। আমতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেনসহ আমতলীর সর্বস্তরের নাগরিকবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। সমাবেশে বক্তারা ভৌগলিক অবস্থা ও অবস্থানের কারণে কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দর, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কুয়াকাটা ও সমুদ্র সম্পদ সমৃদ্ধ তালতলী উপজেলা নিয়ে বৃহত্তম আমতলী উপজেলাকে জেলায় রূপান্তর করার দাবি জানান।সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এবিএস