অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চার নিশ্চিত করেছে রুশ গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা। কানাডিয়ান হার্ট থ্রব ইউজেনি বুচাডর্কে ৬-৩, ৬-২ এ হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন রুশ এই গ্ল্যামার গার্ল।শারাপোভার এই জয়ে অল রুশ সেমিফাইনালের মঞ্চ এখন প্রস্তুত। আরেক রুশ তারকা একাতেরিনা মাকারোভা তৃতীয় বাছাই রুমানিয়ার সিমোনা হালেপকে ৬-৪, ৬-০ তে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।কোয়ার্টার ফাইনালে শারাপোভার প্রতিপক্ষ ছিল গতবার অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে খেলা ইউজেনি। কিন্তু ২০১৪ সালের উইম্বলডনের ফাইনালে খেলা ইউজেনি দাঁড়াতেই পারেনি শারাপোভার সামনে। গেল বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও ইউজেনিকে হারিয়েছিলেন শারাপোভা।এমআর