হাতির পর এবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় একটি হনুমান। লোকজনের ভিড় দেখে ভয়ে একটি তেঁতুল গাছের মগ ডালে অবস্থান নিয়েছে এটি। বুধবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্ত অতিক্রম করে হনুমানটি বাংলাদেশে প্রবেশ করে। এসময় এটি স্থানীয় একটি জঙ্গলের মধ্যে গাছে অবস্থান নেয়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের ভয়ে হনুমানটি একটি মোবাইল ফোনের টাওয়ারে অবস্থান নেয়। ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে সীমান্তের মধ্যে তিনটি হনুমান অবস্থান করছিল। এসময় ভারতীয় কর্তৃপক্ষ দুটি হনুমানকে নিয়ে গেলেও একটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় ২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, হনুমানটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং উৎসুক লোকজন যেন তার ক্ষতি করতে না পরে সেজন্য গ্রামপুলিশের পাহারা রাখা হয়েছে।বন বিভাগের বিরামপুর (চরকাই) রেঞ্জ কর্মকর্তা গাজী মনিরুজ্জামান জানান, তিনি কয়েকজন বন কর্মকর্তা ও স্থানীয় গ্রামপুলিশ নিয়ে চেষ্টা করেও হনুমানটি নিচে নামাতে পারেননি।এমদাদুল হক মিলন/এফএ/এবিএস