বান্দরবান বাকিছড়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পড়ায় বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ। বুধবার বিকেল থেকে এ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে বালুবোঝাই একটি ট্রাক ব্রিজঘাটা এলাকা থেকে আসার সময় বাকিছাড়া বেইলি ব্রিজটি ভেঙে পড়ে যায়। এরপর থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আশিষ মুখার্জি জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভেঙে পড়া বেইলি ব্রিজটি মেরামতের কাজ শুরু করা হয়েছে।সৈকত দাশ/এআরএ/পিআর