বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সন্দেহজনক গতিবিধির জন্য তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন, ঢাকার দক্ষিণ বাড্ডার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন তুহিন, গাজীপুরের কাপাসিয়া থানার বাসিন্দা এম এ কাদির আকন্দের ছেলে ফয়সাল কাদির আকন্দ এবং ঢাকার বাড্ডা থানার বাসিন্দা আবু তাহেরের ছেলে আবু সাইদ রতন।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সন্দেহজনক গতিবিধির কারণে এই তিন ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারস্থ রাবার বাগান মালিক আব্দুর রশিদ ভুলুর একটি ভবন থেকে তাদের আটক করা হয়।নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক দেখানো হয়েছে।সৈকত দাশ/এআরএ/পিআর