লক্ষ্মীপুরে পলাশ চন্দ্র সাহা নামে এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। পলাশ চন্দ্র বিজয়নগর গ্রামের ভুপাল চন্দ্র সাহার ছেলে ও এশিয়া ব্যাংকের নোয়াখালীর চাটখিল শাখার ব্যবস্থাপক। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত পলাশের ভাই লক্ষণ চন্দ্র সাহা জানান, চাটখিল থেকে ফেরার পথে বাড়ির পাশে বিজয়নগর এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সময় তার কাছে থেকে টাকা ও মোবাইল ফোন সেটসহ কিছু নেয়নি হামলাকারীরা। কী কারণে, কারা এ হামলা চালিয়েছে নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেননি তিনি।খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার শাহ নেওয়াজ আহত ব্যাংক কর্মকর্তাকে দেখতে সদর হাসপাতালে যান। এসময় তিনি পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।কাজল কায়েস/এফএ/পিআর