মাদক ও জঙ্গিবাদ আমাদের সমাজকে ধ্বংস করছে। তাই মাদক ও জঙ্গিবাদকে রুখতে সকলকে এগিয়ে আসতে হবে। কিন্তু সামাজিক সচেতনতা ছাড়া তা প্রতিহত করা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। আইজিপি বলেন, মাদক বিক্রেতা ও জঙ্গিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানান। কারণ এজন্য আইন প্রয়োগকারী সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের উপস্থিতিতে দুই কোটি ৩০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ১৮৭ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা, দুই হাজার ১৩৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম হিরোইন, ৯৯০ বোতল দেশি-বিদেশি মদ ও বিয়ার ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইডি এম খুরশিদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার টিএ মোজাহিদুল ইসলাম। মোহা. আব্দুল্লাহ/এআরএ/এমএস