পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন।শনিবার দুপুরে রো রো ফেরি কপোতীতে দৌলতদিয়া ৪ নম্বর ঘাটে আসেন তিনি। এ সময় তিনি ভাঙনকবলিত ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।এ সময় পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, ডিআই ওয়ান জহুরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।রুবেলুর রহমান/এএম/এবিএস