দেশজুড়ে

পেট্রল বোমায় মারা গেলেন বিএনপি নেতার বাবা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে পেট্রল বোমা হামলায় এক বিএনপি নেতার বাবা  মারা গেছেন।বাবাকে হারিয়ে নিজের দলীয় কর্মসূচির ওপর ক্ষুব্ধ নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মতিন। পেট্রল বোমা হামলায় নিহত আব্দুল মালেকের (৫৫) মেজ ছেলে তিনি।নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা বানিয়াপাড়া গ্রামে তাদের বাড়ি।গত ২১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শেষে একটি ট্রাকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় দিনাজপুরের কাহরোল উপজেলায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন আব্দুল মালেক। ছয় দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে গত সোমবার বেলা আড়াইটায় মারা যান তিনি।নিহতের বড় মেয়ে মাজেদা খাতুন (২৮) বলেন, আমার বাবাকে হারিয়েছি। আরও অনেকে বাবা, ভাই, বোন, সন্তান হারাচ্ছে, হারাবে। আমরা এমন রাজনীতি দেখতে চাই না।নিহত আব্দুল মালেকের স্ত্রী মমতা বেগম বলেন, তিন ছেলে দুই মেয়ে নিয়ে সুখের সংসার ছিল আমাদের। হঠাৎ এমন মৃতুতে ভেঙে চুরমার হয়েছে সকল স্বপ্ন।এমএএস