লক্ষ্মীপুরের রামগতিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিল্লাল উদ্দিন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার আলেকজান্ডার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগে বেল্লালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করা হয়।এদিকে, ধর্ষণের শিকার শিশুর ডাক্তারি পরিক্ষা শেষে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আনোয়ার হোসেনকে প্রধান করে ৪ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।থানা পুলিশ জানায়, শনিবার সকালে রামগতির পৌর আলেকজান্ডার এলাকার সবুজ গ্রামে তিন বছরের শিশুকে বেল্লাল ধর্ষণ করে পালিয়ে যায়। ওই দিন বিকেলে শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বেল্লাল আলেকজান্ডার এলাকার সেলিম উদ্দিনের ছেলে।শিশুর নানী জানান, শনিবার সকালে ৩ বছরের নাতনীকে ঘরে রেখে বাইরে পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। এ সময় বেল্লাল তার নাতনীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারে ঘরে আসলে বেল্লাল দৌঁড়ে পালিয়ে যায়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও মেডিকেল টিমের প্রধান ডা. আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সে বেশ অসুস্থ ছিল। মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।এ ব্যাপারে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।কাজল কায়েস/এসএস/এমএস