বান্দরবান পার্বত্য জেলার লামায় অভিযান চালিয়ে চার জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।রোববার ভোরে ডিবির দুই এএসপির নেতৃত্বে আলীকদম এবং লামা থানার যৌথ টহল দল লামা ও আলীকদমের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।আটকরা হলেন-আব্দুর রহমান (২০), আব্দুর রহমান (নও মুসলিম) (২৪), মুসলিম উদ্দীন ওরফে বাম্বু (৫০), রোকেয়া বেগম (২০)।আটক দুই আব্দুর রহমানের বাড়ি আলীকদমের রেফার পাড়া এবং মুসলিম উদ্দীন ও রোকেয়া বেগম বাড়ি লামা উপজেলার শিলের তোয়া এলাকায়।ডিবি সূত্রে আরো জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আটক জঙ্গিদের জবানবন্দিতে এই চার জঙ্গির নাম উঠে আসলে তাদের বিরুদ্ধে অভিযানে নামে ঢাকার গোয়েন্দারা। তবে আটকরা কোনো জঙ্গি দলের সদস্য তা জানা সম্ভব হয়নি।বান্দরবানের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় বলেন, ঢাকার থেকে আসা ডিবি কাউকে আটক করেছে কিনা আমার জানা নেই। তবে আমরা তিনজনকে ধরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি।সৈকত দাশ/এসএস/পিআর