দেশজুড়ে

নোয়াখালীতে ১৪০টি দোকান উচ্ছেদ

নোয়াখালী পৌরসভার জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত ১৪০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরনো ভবনের খালি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পৌরসভা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষের অনুরোধে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।গত ২৮ আগস্ট পৌরসভার জায়গায় সোনাপুর বাজারের ধানের আড়ত এলাকায় অপরিকল্পিতভাবে নির্মাণ করা ৪৭টি দোকান উচ্ছেদ করা হয়।মিজানুর রহমান/এএম/এমএস