চুয়াডাঙ্গায় স্কুলছাত্র সজিব হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় সজিব হত্যাকারীদের গ্রেফতার ও বিচার সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে দামুড়হুদা উপজেলা শহরের থানা মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, নিহত সজিবের মামা আব্দুল হালিম, সজিবের সহপাঠী তমাল ও হারুণসহ বিভিন্ন সুশিল সমাজের প্রতিনিধিরা। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের কাছে শিক্ষার্থীরা একটি স্বারকলিপি জমা দেন। প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুুপরে দামুড়হুদা উপজেলা চত্বর থেকে চুয়াডাঙ্গা ভিজে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সজিবকে অপহরণ করে দুর্বত্তরা। ঘটনার ৩১ দিন পর চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সজিবের গলিত মরদেহ উদ্ধার করে র্যাব। সালাউদ্দিন কাজল/এফএ/এবিএস