দেশজুড়ে

দৌলতদিয়ায় ৩টি ফেরিঘাট বন্ধ : দুর্ভোগে যাত্রীরা

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত ও পন্টুন সমস্যায় তিনটি ফেরিঘাট বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের যাত্রী ও যানবাহন।সোমবার দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ভাঙনের কারণে ১ নং ঘাটটি গত এক মাস ধরে বন্ধ। একই কারণে ২ নং ঘাটটি মাঝে মাঝে চালু থাকলেও গতকাল রাতে রাস্তা ভাঙনের কারণে বন্ধ করে দেয়া হয় এবং ৪ নং ঘাটটি পন্টুন সমস্যার কারণে বন্ধ রয়েছে। এখানে শুধুমাত্র ৩ নং ঘাটটি সচল রয়েছে সেটাও অাবার একটি পকেট দিয়ে কাজ চালাচ্ছে। এদিকে নদীতে তীব্র স্রোতের কারণে পারাপারে সময় লাগছে দ্বিগুণ। ফলে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় ৬০-৭০টি যাত্রীবাহী বাস ও দেড় থেকে ২০০ ট্রাক অাটকা পড়েছে।বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, বিঅাইডব্লিউটিএ, বিঅাইডব্লিউটিসি এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে ঘাটগুলো সচল করতে কাজ চালিয়ে যাচ্ছে।রুবেলুর রহমান/এফএ/এমএস