দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে আরএফএল এক্সক্লুসিভ চুলার শোরুম উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে আরএফএল এক্সক্লুসিভ চুলার শোরুম উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে জেলা শহরের নর্থ সার্কুলার সড়কের পাশে আরএফএলের এ শোরুম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) সার্কেল আবুল কালাম আজাদ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র আকবর আলী, আরএফএল এক্সক্লুসিভ শৈশব চুলা ঘর শোরুমের প্রোপাইটর সুদাম সরকার, আরএফএলের বিভাগীয় সেলস ম্যানেজার আনিছুজ্জামান প্রমুখ।স্থানীয় ক্রেতাদের সুবিধার্থে এ শোরুম খোলা হয়েছে। এখান থেকে ক্রেতারা সুলভ মূল্যে আরএফএলের বিভিন্ন ডিজাইনের চুলা, গ্যাস সিলিন্ডার এবং চুলা ব্যবহারের যাবতীয় যন্ত্রাংশ পাবেন।  মো. রবিউল এহসান রিপন/এএম/পিআর