দিনাজপুরের পার্বতীপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের চাচাতো ভাই। রাকিব বাবু (৩) পলাশবাড়ী ইউপির পূর্ব দুগাপুর শিংগারদাড়ী গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে এবং রিফাত ইসলাম(৪) একই গ্রামের মেজবাউদ্দিনের ছেলে। সোমবার দুপুরে পূর্ব দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মোফফাখারুল ইসলাম জানান, দুপুরে রাকিব বাবু ও তার চাচাতো ভাই রিফাত ইসলাম গ্রামের পার্শ্ববর্তী সোনারবন নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এসময় অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি স্থানীয়রা। পরে বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী উত্তর আটরাই জানেরপাড়ের অদূরে নদীতে দুই শিশুর মরদেহ ভেসে উঠে। এরপর তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।এমদাদুল হক মিলন/এআরএ/পিআর