লক্ষ্মীপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আসাদ বিন আনোয়ার (১৮) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় তার দুই ভাই গুরুতর আহত হয়েছে। সদর উপজেলায় চরচামিতা এলাকায় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ বিন আনোয়ার এবার চট্টগ্রামের বায়তুস সরফ আলিয়া মাদরাসা থেকে আলিম পাস করেছে। আহত ওসামা বিন আনোয়ার ও হামজা বিন আনোয়ারকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা চট্টগ্রাম শাহী আন্দরকিল্লা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাঈদ আনোয়ার হোছাইন তাহেরীর ছেলে এবং রায়পুর উপজেলার চরআবাবিল গ্রামের বাসিন্দা।পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাতে নিজস্ব মাইক্রোবাসযোগে রায়পুরে ফিরছিলেন তিন ভাই। এ সময় চরচামিতা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে আসাদ বিন আনোয়ার ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর দুই ভাই আহত হয়। তাদেরকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ঘটনাস্থল থেকে নিহত এবং আহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।কাজল কায়েস/এএম/এমএস