দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে শিশু শ্রমিকদের মাঝে ভোকেশনাল মালামাল বিতরণ

“শিশুশ্রম থেকে মুক্ত করে, ঝুঁকিহীন কাজের মাধ্যমে আয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শিশু শ্রমিকদের মাঝে ইএসডিও ক্লিয়ার প্রজেক্টের সহযোগিতায় ভোকেশনাল মালামাল বিতরণ করা হয়েছে।বুধবার চাইল্ড লেবার এলিমেনেশন অ্যাকশন ফর রিয়াল চেঞ্জ ইন আরবান স্লাম এরিয়াস অফ রংপুর সিটি কর্পোরেশন অ্যান্ড ঠাকুরগাঁও মিউনিসিপালিটি অফ নর্থ ওয়েস্টার্ন (ক্লিয়ার) আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলী, শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, পিসি ক্লিয়ার ইএসডিও মাহাবুবুল হক, উপস্থাপক ও প্রজেক্ট অফিসার সুজন খান প্রমুখ।অনুষ্ঠান শেষে ১শ শিশুর মাঝে ভকেশনাল প্রশিক্ষণ পরবর্তী টেড্র অনুযায়ী মালামাল বিতরণ করা হয়।রবিউল এহসান রিপন/এফএ/আরআইপি