শরীয়তপুরের গোসাইরহাটে নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইজারাদারবিহীন অবৈধ গরুর হাট বসিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বৃস্পতিবার থেকে এ গরুর হাট বসানো হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকলেও শিক্ষকদের উপস্থিতি ছিলো ১০০ ভাগ। কিন্ত কোনো শিক্ষককে না জানিয়ে এবং উপজেলা প্রশাসনে আবেদন না করে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার বিদ্যালয় মাঠে গরুর হাট বসিয়েছেন। প্রতি বছরই অবৈধভাবে এ গরুর হাট বসে বলে জানিয়েছেন বিক্রেতারা।স্থানীয়রা জানান, মসজিদ, বিদ্যালয়ের কথা বলে অবৈধ গরুর হাট বসিয়ে স্থানীয় প্রভাবশালীরা অর্থ হাতিয়ে নিচ্ছেন। তাই আমরা এর প্রতিবাদ করতে চাই না ।নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসার উদ্দিন বলেন, প্রতি বছরই গরুর হাট বসে। প্রতি বছরের মতো এ বছরও গরুর হাট বসছে। আমাকে এ ব্যাপারে কেউ কোনো কিছু জানাননি। তবে আমি যতটুকু জানি এই হাটে যা টাকা আসে তা নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় জামে মসজিদ কর্তৃপক্ষ নেন।গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদার বলেন, বিদ্যালয় ও মসজিদের উন্নয়নের জন্যই গরুর হাট বসানো হয়। প্রতি বছরই এ হাট বসানো হয়।গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন বলেন, অনুমতি আছে কিনা আমার জানা নেই। আমি দেখে বলতে পারবো।ছগির হোসেন/এসএস/এবিএস