পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৩২ পয়সা। যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৬৫ শতাংশ বেশি। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৪ (জুলাই-ডিসেম্বর) সমাপ্ত অর্ধ-বার্ষিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, অর্ধ-বার্ষিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪২৭ কোটি ২১ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ৪২০ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা। উল্লেখ্য, গত তিন মাসে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ২১৩ কোটি ৩৫ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ২০৬ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা।আর তিন মাসে ইপিএস হয়েছে ২ দশমিক ১৬ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল ২ দশমিক শূন্য ৯ টাকা। এসআই/বিএ/এমএস