বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, জনগণের জানমাল রক্ষা এবং সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠার সাথে কাজ করছে বিজিবি। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি বিরাজমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকেও সহায়তা করছে। তাই কোনো ভাবেই কোনো সন্ত্রাসী চক্রের অপতৎপরতা মেনে নেয়া হবে না উল্লেখ করে তিনি, পেট্রোল বোমা, ককটেল হামলাকারী, নাশকতাকারীদের দমন করার ঘোষণা দেন।বৃহস্পতিবার বেলা ১১টায় বিজিবি যশোরের ঝুমঝুমপুরে বিজিবি`র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন হেড কোয়ার্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।আজিজ আহমেদ বলেন, বিজিবি ২০১৩ সালে এর চেয়েও কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। কিন্তু কোথাও কেউ বিজিবির গুলিতে মারা যায়নি। আমি আশা করি এবারো সে রকম কিছু ঘটবেনা। আমরা মানুষ মারতে চাইনা। তবে কেউ যদি বিজিবিকে পেট্রল বোমা মারে, তবে বিজিবি অবশ্যই গুলি করবে। এটা এখনকার নির্দেশনা নয়, কোথাও নিয়োজিত করার আগেই বিজিবি সদস্যরা কি ধরনের দায়িত্ব পালন করবে তার নির্দেশনা প্রদান করা হয়।তিনি আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষা ও মানুষের জানমালের রক্ষা করার সরকারি দায়িত্ব বিজিবি পালন করছে। কারো রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার কোনো নির্দেশনা বিজিবিকে দেওয়া হয়নি। আমরাও সেরকম কোন নির্দেশনা আমার বাহিনীকে দেইনি। বিজিবি সেরকম কোনো কাজও করছে না।বিএসএফ’র হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড কমেছে। তবে এটা ঠিক এ সংখ্যা শূন্যের কোঠায় আনা যায়নি। কিন্তু বিজিবি এটিকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য কাজ করছে। বিএসএফ’র সঙ্গে যেকোনো পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যাকাণ্ডকে প্রধান এজেন্ডা রাখা হয়।সভায় বিজিবি মহাপরিচালক মাদক ও চোরচালান নিয়ন্ত্রণে বিজিবির ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নানা সীমাবদ্ধতার মাঝেও বিজিবি তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করছে। সীমান্তে কাঁটাতারের বেষ্টনি ও রিং রোড না থাকায় দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। যদিও সরকার এ বেষ্টনি ও সড়কের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে, তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার।মাদক নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালন বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিজিবি মহাপরিচালক সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডিএসএম শহিদুল ইসলাম, খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জাভেদ সুলতানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমএএস/আরআই