দেশজুড়ে

বান্দরবানে ভুয়া মেজর আটক

বান্দরবানে মেজর পরিচয়দানকারী সালাউদ্দিন নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে শেরে বাংলা নগরের সামনে থেকে তাকে আটক করা হয়।সালাউদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কাজিপাড়ায়।গোয়েন্দা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের বাস স্টেশন, আর্মি পাড়া, শেরে বাংলা নগরসহ বিভিন্ন এলাকায় মেজর পরিচয় দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে সুবিধা গ্রহণ করছিল সালাউদ্দিন। বিষয়টি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করার পর ভুয়া প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়। বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, ভুয়া মেজর পরিচয়দানকারী যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।সৈকত দাশ/এফএ/পিআর