দেশজুড়ে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নেত্রকোনার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটন চন্দ্র দাসকে (৪৫) ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে নেত্রকোনায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতার লিটন চন্দ্র দাস নেত্রকোনার পুকুরিয়া এলাকার ধীরেন চন্দ্র দাসের ছেলে।  পুলিশ জানায়, লিটন চন্দ্র দাসের বিরুদ্ধে ২০০৬ সালে ধর্ষণের অভিযোগে একটি মামলার দায়ের করে একই এলাকার ভুক্তভোগী পরিবার। পরে লিটন চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ধর্ষণ মামলার পর থেকেই লিটন পলাতক ছিলেন।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জাগো নিউজকে জানান, গ্রেফতার লিটনকে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কামাল হোসাইন/এএম/আরআইপি