নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী বছরের মধ্যে টার্মিনাল থেকে ফেরিঘাট পর্যন্ত একটি রাস্তা করা হবে। গাড়ি ও যাত্রী চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য আমাদের দেখতে আসা। শনিবার দুপুর ১টার দিকে শরীয়তপুর-চাদপুরের একমাত্র ফেরিঘাট আলু বাজার পরিদর্শন করে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গাড়িসহ যাত্রীরা যাতে নিরাপদে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে সেই নিরাপদ ব্যবস্থাগুলো আমরা হাতে নিয়েছি। এখানকার রাস্তাগুলো আরো প্রশস্ত করবো। এ সময় উপস্থিত ছিলেন- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অসক মাদক রায়, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান ভোলা নাথ, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সুমন দেব।আরো উপস্থিত ছিলেন- চাদপুর নদী বন্দরের সহকারী বন্দর কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মাঝি, ভাইস চেয়ারম্যান মাসুম বালা, সখিপুর থানার ওসি একেএম মন্জুরুল হক আকন্দ, চরসেনসাস ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়া বেপারী, ইব্রাহিম পুর ইউপি চেয়ারম্যান কাশেম খা, ছাত্রলীগ নেতা ইমরান প্রমুখ।ছগির হোসেন/এসএস/আরআইপি