নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া রেল স্টেশন এলাকা থেকে পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকারী চক্রের হাত থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়। পাচারকারীরা হলেন, আবুল কাশেম ও ফাতেমা। তাদের বাড়ি দুর্গাপুর উপজেলার পুকরাকান্দা গ্রামে।শনিবার স্টেশন থেকে এক তরুণীকে জোরপূর্বক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।জারিয়া রেল স্টেশন মাস্টার আব্দুল মোমেন জাগো নিউজকে জানান, সকালে স্টেশনে এক তরুণী ট্রেনে উঠার সময় পাচারকারীদের সঙ্গে বাকবিতণ্ডা ও দস্তাধস্তি শুরু হয়। এ সময় তরুণীর চিৎকারে যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেই সঙ্গে পাচারকারী দলের দুই সদস্যকে আটক করে। পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জাগো নিউজকে জানান, ভিকটিমসহ আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নেত্রকোনা সার্কেল অফিসে পাঠানো হয়েছে।কামাল হোসাইন/এএম/আরআইপি