ঈদুল আজহা উপলক্ষে আজও কাওড়াকান্দি ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সকাল থেকে লঞ্চ, স্পিডবোট, ফেরিতে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচাকারী যাত্রী ও চালকরা। অনেকেই কাওড়াকান্দি থেকে কয়েক কিলোমিটার পায়ে হেটে পাঁচ্চর বাইপাস সড়কে গিয়ে গাড়িতে উঠে নিজ গন্তব্যে পৌঁছেচ্ছেন বলে জানা গেছে।কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, এবারের ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে ১৭টি ফেরি, ৮৬টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে। এছাড়া যাত্রী হয়রানি বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।নাসিরুল হক/এসএস/আরআইপি