দেশজুড়ে

দিনাজপুরে বিএনপি নেতাসহ আটক ৮০

দিনাজপুরে নাশকতা মামলায় জেলা যুবদলের আহ্বায়কসহ ৮০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে আটকদের পরিচয় জানায়নি পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই-১) রবিউল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার ১৩টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে ৯টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি তিনি নাশকতা মামলার পলাতক আসামি। এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৭৯ জনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের বিশেষ শাখার এই কর্মকর্তা।  এমদাদুল হক মিলন/এএম/পিআর