গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ অজ্ঞাত পরিচয়ের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, ঈদে বাড়িমুখো যাত্রী নিয়ে একটি রিজার্ভ বাস ঢাকা থেকে গাইবান্ধা ফিরছিল। পথে ডাকঘর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এক নারীর (২০) মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে এক যুবকের (২৫) মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১৫ যাত্রী। পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমিত দাশ/এসএস/এমএস