দেশজুড়ে

কাওড়াকান্দি ঘাটে যানজট : গরু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এখনো মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটে যানজটের আটকে থাকার কারণে সময় মতো ফেরি পার না হতে পেরে ক্ষুব্ধ দক্ষিণাঞ্চলের গরু ব্যসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে নেই তেমন কোনো পদক্ষেপ দাবি গরু ব্যবসায়ীদের। অগ্রাধিকার ভিত্তিতে গরু বোঝাই ট্রাক পদ্মা নদী পার করা হচ্ছে বলে স্থানীয় প্রসাশনের দাবি। অপরদিকে, গরু নিয়ে কাওড়াকান্দি ঘাটে ২/৩ দিন পর্যন্ত আটকে থাকায় দেখা দিয়েছে গো খাদ্যের তীব্র সংকট।সরেজমিনে কাওড়াকান্দি ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, সোমবার সকাল পর্যন্ত ঘাট এলাকায় প্রায় ৩০টি গরু বোঝাই ট্রাক আটকে আছে যানজটে। এবার ঈদে সময় মতো পদ্মা পার হয়ে রাজধানী কিংবা পছন্দ মতো হাটে গরু নিয়ে যেতে না পারায় শতাধিক গরু ব্যবসায়ী বিপাকে পড়েছেন। এদিকে, আবার গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। তাই হতাশ হয়ে পড়েছে ব্যবসায়ীরা। এ পরিস্থিতর কারণে কাওড়াকান্দি ঘাটের আইশৃঙ্খলা বাহিনীদের দুষছেন ব্যবসায়ীরা। অবশ্য প্রশাসন বলছে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। তবে ক্যামেরার সামনে কেউই কথা বলতে চান না। বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ফেরি ঘাট সূত্রে জানা যায়, বাড়তি গাড়ির চাপ কমাতে ঈদ উপলক্ষে রামশ্রী ও  খানজাহান আলী নামে আরো ২টি ফেরি আনা হয়েছে। বর্তমানে এই রুটে মোট ১৫টি ফেরি চলাচল করছে। তবে নাব্যতা সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে গরু বোঝাই ট্রাক ও যাত্রী পারপারে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে।গোপালগঞ্জ কাশিয়ানী থেকে আসা গরু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, গরু বোঝাই ট্রাক নিয়ে যানজটে দুইদিন ধরে আটকে আছি কাওড়াকান্দি ঘাটে। কখন পদ্মা নদী পার হবো বলতে পারি না। অপর ব্যবসায়ী সোরহাব ফকির বলেন, গরু বোঝাই ট্রাক নিয়ে আমরা যেন অতি তাড়াতাড়ি পদ্মা নদী পার হতে পারি এটাই স্থানীয় প্রশাসনের নিকট আমাদের দাবি। মাদরীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, গরু বোঝাই ট্রাক ও যাত্রী পারপারে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। ঘাট এলাকায় সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদারীপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। নাসিরুল হক/এসএস/এমএস