দেশজুড়ে

বিএনপি আজ পথহারা পথিক

ভুলে-ভুলে বিএনপি আজ পথহারা পথিক মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন ভুলের চোরাবালিতে হারিয়ে গেছে। মঙ্গলবার বিকেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি ও নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিবার-পরিজন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।তিনি বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে নবীন-প্রবীণদের নিয়ে দলকে ঢেলে সাজানো হবে। কেউ ভুল-ক্রটির ঊর্ধ্বে নয়। তবে দেশে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চার দিক থেকে গণতান্ত্রিক দল হলো আওয়ামী লীগ। বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির মতো চার মাস পর কমিটি গঠন করা হবে না। কাউন্সিলরদের সিদ্ধান্ত ছাড়া আমরা সকাল-বিকেলে নেতৃত্ব পরিবর্তন করতে পারি না। কেবল বিএনপিই পারে। বিএনপি নিজেরাই সংবিধান মানে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের দলে গণতন্ত্র নেই। তারা আজ পথ হারা পথিকের মতো। আন্দোলন করে ব্যর্থ। নির্বাচনে অংশগ্রহণ না করাই ছিল তাদের বড় ভুল। সেতুমন্ত্রী বলেন, রমজানের ঈদের চেয়ে কুরবানির ঈদ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। প্রতিকুল পরিস্থিতিতে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা সামাল দিয়েছি। প্রথম দিকে সড়কে গাড়ির চাপ থাকলে ও ঈদের দু’দিন আগে অপ্রত্যাশিতভাবে যানজট কম ছিল। সরকারের বিভিন্ন পদক্ষেপ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি থাকায় মানুষ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পেরেছে। এ সময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র মীর্জা আবদুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, আওয়ামী লীগের সভাপতি খিজির আয়াত, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ। মিজানুর রহমান/পিআর