লক্ষ্মীপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র হোসেন আহম্মেদ শাওন (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহত শাওনের খালাতো ভাই সালাহ উদ্দিন লোটাস বাদী হয়ে সোহেল পাটোয়ারীকে প্রধান করে ১০ জনের নামে সদর থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের অভিরখিল এলাকার হত্যা মামলার প্রধান আসামি সোহেল পাটোয়ারীর স্ত্রী তানিয়া বেগম, নাজিম পাটোয়ারীর স্ত্রী ফেরদৌসী বেগম ও আবু তাহেরের স্ত্রী শামছুন নাহার। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র শাওন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, গত বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের অভিরখিল আবদুল হালিম পাটোয়ারী বাড়িতে বেড়াতে এসে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র হোসেন আহম্মেদ শাওন নিহত হয়। এসময় আহত হয় তার খালাতো ভাই সালাহ উদ্দিন লোটাস। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। কাজল কায়েস/এআরএ/এমএস