মাদারীপুরের রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুইজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- রাজৈর উপজেলার সানেরপাড় গ্রামের মাহিন্দ্রা চালক বিল্লাল হোসেন (৪০) এবং হাসানকান্দি গ্রামের বিল্লাল হোসেন (৩৫)। নিহত অপর দুইজনের কোনো পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে ১২জন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা গেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রমজান হোসেন বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনার পর থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।নাসিরুল হক/এসএস/এমএস