মেঘনা উপকূলের বিভিন্ন স্কুল-কলেজের ২০জন শিক্ষার্থী নিজেদের সম্পাদনায় হাতে লিখে ২০ পৃষ্ঠার ট্যাবলয়েট পত্রিকা ‘বেলাভূমি’ প্রকাশ করেছে। হাতে লেখা পত্রিকাটির সম্পাদনা করেছেন সংবাদকর্মী ও কলেজশিক্ষার্থী জুনাইদ আল হাবিব।লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আলোকযাত্রা দল এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।এতে বক্তব্য রাখেন উপকূল বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ বাহার, সাংবাদিক ছাইফুল্লাহ হেলাল, সানা উল্লাহ সানু, কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, অনলাইন এক্টিভিস্ট মো. বেলাল ও মাসুদ সুমন প্রমুখ। কর্মশালায় জানানো হয়, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে হাতে লেখা পত্রিকাটি উদ্বোধন করা হবে। কাজল কায়েস/এএম/আরআইপি