শরীয়তপুরের স্থানীয় মাদবর মজিবর সরদার মজুর বিরুদ্ধে বিয়েতে চাঁদা না দেয়ায় বর পক্ষকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইকাঠি গ্রামের খা বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় সাতজন আহত হন। আহতরা হলেন, ৫ বছরের শিশু মানিক, মিজান রাড়ি, নাজমা আক্তার, নিপা আক্তার, আবু বকর রাড়ি, সজিব রাড়ি ও খুসি আক্তার।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত আড়াই মাস আগে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মৃত্যুসেন পট্টি গ্রামের কালাচাঁন রাড়ির ছেলে সবুজ রাড়ি ও ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইকাঠি গ্রামের আব্দুর ছাত্তার খার মেয়ে রুনা খানমের বিয়ের রেজিস্ট্রি হয়। সেসময় কানাইকাঠি গ্রামের মাদবর মজিবর সরদার (মজু) বিয়ের চাঁদা বাবদ বর পক্ষের কাছে ২০ হাজার টাকা দাবি করেন।বরের বড় ভাই মিজান রাড়ি মজুকে ৫ হাজার টাকা ও ২ প্যাকেট সিগারেটও কিনে দেন। কিন্তু ১৬ সেপ্টেম্বর শুক্রবার বর পক্ষ কনেকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিতে আসলে মজু বাকি ১৫ হাজার টাকা চাঁদা চান। বর পক্ষ টাকা না দিতে চাইলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বর পক্ষের লোকজনকে মারধর করান। পরে ডামুড্যা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় মিজান রাড়ি বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেছেন।গোসাইরহাট সার্কেলের পুলিশ সুপার (এসপি) সুমন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ছগির হোসেন/এফএ/এমএস