বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মুখোমুখী করে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলনে ২০ দলীয় জোটের সম্ভাব্য রোডম্যাপ কি তা জানতে বিএনপির শীর্ষ পর্যায়ের এ দুই নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।আদালতের নির্দেশনার পর শনিবার দুপুর পৌনে ১টায় জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মির্জা ফখরুল ইসলামকে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়।কাশিমপুর-২ কারাগারের জেলার নাসির আহমেদ জানান, পল্টন থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুলকে ঢাকার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।বাড্ডা থানার এসআই হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, রুহুল কবির রিজভীকে বিকেল পৌনে ৫টায় বাড্ডা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।এর আগে চলমান সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে শুক্রবার রাত পৌনে ৩টায় রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাব-১। রিজভীকে বিকেল ৪টা ২০ মিনিটে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব-১।ডিবি পুলিশের ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও জানান, চলমান আন্দোলনে বিরোধী দলের পরিকল্পনা ও বিভিন্ন নাশকতার ঘটনায় কে বা কারা ভূমিকা পালন করছে সে সম্পর্কে বিস্তারিত জানতে তাদের পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর তাদেরকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ মঙ্গলবার এ রিমান্ডের আদেশ দেন। এরপর ওই দিন মির্জা ফখরুলকে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।অপরদিকে গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে আটকের পর অসুস্থতার কথা বলে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ৭ জানুয়ারি রাতে চুপিসরে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন বিএনপির এই নেতা।জেইউ/এএইচ/আরআই