ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী শারমিন আক্তার (১৫) আহত হয়। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক রাজাপুর উপজেলার আলগি গ্রামের সেলিম হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (১৮) ও মোটরসাইকেল আরোহী পটুয়াখালির রুহুল আমিনের ছেলে খলিল হোসেন (৩৫)। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কে রাজাপুর উপজেলার পিংড়ি গ্রামের মিলবাড়ি এলাকার এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল চালক সজীব দুইজন আরোহী নিয়ে ভান্ডারিয়া থেকে উত্তর পিংড়ি যাচ্ছিলেন। মিলবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাউথ বেঙ্গল (বরিশাল ব-১১-০০৩৩) যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান ওসি। মো. আতিকুর রহমান/এএম/আরআইপি