দেশজুড়ে

শিশুকে পানিতে চুবিয়ে হত্যা : বাবা আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ গ্রামে শিশু সিয়াম নামে ৫ মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে তার বাবা স্বপন মিয়াকে আটক করেছে পুলিশ।  শনিবার তাকে আটক করা হয়। সকালে পুকুরের পানিতে চুবিয়ে সিয়ামকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, নবাবগঞ্জ গ্রামের আবু বক্করের মেয়ে সম্পা বেগমের সঙ্গে একই গ্রামের বজলার রহমানের ছেলে স্বপন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে সম্পা সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে ৮ মাস আগে তাদের বিয়ে হয়। এরপর সম্পা একটি ছেলে সন্তান জন্ম দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই ছিল। এরই জেরে শনিবার ভোরে স্বপন তার সন্তান সিয়ামকে বাড়ির সামনের পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে। স্থানীয় লোকজন পুকুরে শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  সুন্দরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা স্বপনকে আটক করা হয়েছে। অমিত দাশ/এএম/আরআইপি