রাজনীতি

খালেদা জিয়া অমানুষের কাজ করছেন : নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এসএসসি পরীক্ষার আগে হরতাল ডেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অমানুষের কাজ করেছেন। শনিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের আইসিইউ’র উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাসিম আরো বলেন, আপনার ছেলেরা লেখাপড়া করেনি বলে অন্যের লেখাপড়া বন্ধ কেন করবেন। আপনি যতই অবরোধ-হরতাল ডাকেন ছেলে-মেয়েরা ঠিকই পরীক্ষা দিবে, প্রয়োজনে এমপিসহ দলীয় নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্র পাহাড়া দিবে।খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা বন্ধ করেন। অবরোধ ডেকেছেন কিন্তু মানুষ অবরোধ মানছেনা, যানবাহন ঠিকভাবেই চলাচল করছে।তিনি আরো বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন, নির্বাচন ট্রেন ফেল করেছেন। তাই সংবিধান অনুযায়ী ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবার সম্ভাবনা নেই এবং সংবিধান অনুযায়ী সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।জামালপুরের সিভিল সার্জন ডাঃ মো. মোশায়ের-উল-ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা, ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এম. এ ওয়াকিল, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।আরএস