রাজনীতি

কঠোর অবস্থানে সরকার

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা অবরোধের সঙ্গে বিচ্ছিন্ন হরতালে নাশকতা, সহিংসতা এবং যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙ্গে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ধংসের মুখে পড়েছে অর্থনীতি। প্রতিমুহূর্তে আজানা আতঙ্ক বিরাজ করছে জনজীবনে। বিঘ্ন ঘটছে দৈনন্দিন কার্যক্রমে। এমন পরিস্থিতি থেকে উত্তরোণে আল্টিমেটাম দিয়েও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। শুরু হয়েছে শীর্ষ নেতাদের গ্রেফতার অভিযান। সংযোগ বিছিন্ন করা হয়েছে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, টেলিফোন, ডিস ও মোবাইল ফোনের নেটওয়ার্ক। যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে বেগম খালেদা জিয়াকেও।২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধসহ বিচ্ছিন্ন হরতালে বেড়েই চলছে ভাঙচুর, বোমা হামলা, নাশকতা আর প্রাণহানীর ঘটনা। সহিংসতাকারীদের ধরতে বিশেষ অভিযানের পাশাপাশি পুরষ্কারের ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে চলছে যৌথ অভিযান। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা মোকাবেলা ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।সরকার বিরোধী জোটের চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহার না করলে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হুমকি দিয়ে আসছেন সরকারি দলের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যরা। সহিংসতায় জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামি করারও দাবি জানান তারা।চোরাগোপ্তা হামলার কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে প্রয়োজনে আরো কঠোর হতে ইত্যোমধ্যে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ নির্দেশনার পর হার্ডলাইনে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে শুক্রবার থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২০-দলীয় জোটের তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।শনিবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, টেলিফোন, ডিস ও মোবাইল ফোনের নেটওয়ার্ক সংযোগ বিছিন্ন করা হয়েছে। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে গুলশানের ওই বাড়ির পানি, গ্যাসসহ সব কিছুর সংযোগ বিচ্ছিন্ন করা হবে।এর আগে শুক্রবার নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান শ্রমিক সমাবেশে হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ঘেরাও করে সেখানে খাদ্য, বিদ্যুৎ ও গ্যাস সরবারহ বন্ধ করা হবে। একই দিন বেগম খালেদা জিয়াকে দু’দিনের আল্টিমেটাম দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে দুই দিনের মধ্যে অবরোধ প্রত্যাহার না করলে সংবিধান অনুযায়ী সরকার কঠোর পদক্ষেপ নেওয়া হবে।দেশের চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের যে দাবি উঠেছে তা অস্বাভাবিক নয় বলে জানান, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আইন অনুযায়ি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেও জানান তিনি।জাতীয় সংসদেও বেগম খালেদা জিয়াকে আইনের আওতায় এনে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সংসদ সদস্যরা। সংসদ সদস্যরা চলমান অবরোধ কর্মসূচিকে সহিংস, সন্ত্রাসী ও জঙ্গীবাদী তৎপতরা আখ্যায়িত করে এর বিরুদ্ধে সরকারকে  কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান।আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, অবরোধের নামে নাশকতা ও মানুষ হত্যাকারীদের ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। যারা এসব মামলার আসামি, তাদের গ্রেপ্তারেই এ অভিযান চালানো হচ্ছে।বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে দেশের সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে শীর্ষ নেতাদের গণগ্রেফতারসহ যৌথবাহিনীর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে সূত্রে জানা গেছে।চলমান পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণ নিতে আগামী এক সপ্তাহ সর্বোচ্চ কঠোর অবস্থান প্রদর্শন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।বিভিন্ন পরিকল্পনার মধ্যে রয়েছে বিশেষ বিশেষ জেলায় যৌথবাহিনীর মাধ্যমে চিরুনি অভিযান পরিচালনা। এসময়ে গণহারে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার প্রক্রিয়া চালানো হবে। এক সপ্তাহের মধ্যে যেকোনো মূল্যে সারাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে যা যা করণীয় তার সব কিছুই করবে সরকার। একাধিক গোয়েন্দা ও সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এ সম্পর্কিত আরো কিছু সংবাদ# এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত : খালেদা জিয়া # বিদ্যুৎ ও ইন্টারনেট সরকার বিচ্ছিন্ন করেনি : শাজাহান খান # গুলশানে বিএনপিপন্থী ৬ মহিলা আইনজীবী আটক # খালেদা জিয়া অমানুষের কাজ করছেন : নাসিম # এবার বন্ধ হয়ে গেলো খালেদার গুলশান কার্যালয়ের জেনারেটর # এবার ডিস সংযোগ বিচ্ছিন্ন # সব লাইন কাটা হবে : হাছান মাহমুদ # খালেদার কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন # গুলশান কার্যালয়ের মোবাইল নেটওয়ার্কও বন্ধ! # খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

গুলশানে বিএনপিপন্থী ৬ মহিলা আইনজীবী আটক

এসআই/এএইচ/আরআই